তুমি এসেছিলে সেদিন! মেঘালয় মন-আকাশে
বহুবছর পর জেগে উঠেছিল যেন পূর্ণিমারচাঁদ!
জানো, তোমাকে হারিয়ে বড় অসহায়ের মতই
কাটিয়েছি কতদিন...! কতো সহস্র নির্ঘুম রাত,
নীরবে ঝরিয়েছি কতো- চোখেরজল!
সকাল দুপুর সন্ধ্যা কোনকোন রাতের শেষ প্রহর,
নয়ন জুড়ে স্মৃতি'রা অসহ্য যন্ত্রণা দিয়েছে কতই!
কখনো কখনো ভাসিয়েছে বুক- যেন জলপ্রপাত
লেগেই থেকেছে দুটি চোখে কান্নার ঢল,
বুকের ভেতর দহনক্রিয়া তাতে কমেনি কখনওই!
সবই তো ছিল আমার চারিদিক-
আপনজন ভেবে যাদের আগ্লে রেখেছি। তবুও
তোমার অভাবটুকু যেন ফুরায়'না কিছুতেই!
মিটে না আজো দেখবার সাধ- পাওয়ার তৃষ্ণা..।
বড় অস্থির করে করে তুলে আমার ভেতর বাহির,
তোমাকে হারানোর ব্যথা-দারুণকষ্ট,ভেঙে যাওয়া
স্বপ্ন আর ভালোবাসার বিনিময় পাওয়া অপবাদ!


তুমি এসেছিলে সেদিন! বলতে পারিনি কিছুই,
প্রিয় মুখটির দিকে শুধু চেয়ে থেকেছি-পলকহীন,
তোমার মাঝে খুঁজতে চেয়েছিলাম আমায়...।
কতটা মনে রেখেছো-এদেখা নয়তো দেখা শুধুই!
নাকি ভুলেই গিয়েছো চৌদ্দটা-বছর না দেখায়-
হারিয়ে ফেলেছ স্মৃতিগুলো!এটাই-তো স্বাভাবিক,
নইতো কেউ আর এখন তোমার! প্রয়োজনহীন
আমাকে- মরচে পড়া একখণ্ড ইস্পাতের মতই
রেখে দিয়েছো হৃদয় বাহিরে-মিশ্রিত অবহেলায়!


তুমি এসেছিলে সেদিন! দেখেছি, হয়েছিলাম মুগ্ধ।
নাইবা যদি ভালোবাসো, কেন তবে কাছে ডাকা?
কেনই-বা তোমার আর আমার মধ্যে এতটা দূরত্ব!
নাহ! শত-চেষ্টা করেও এ'হিসাব মিলাতে পারিনা।
কত যত্নে সাজিয়ে ছিলাম ভালোবাসা! কত স্বপ্ন
দেখিয়েছিলে, কতভাবে-কতদিন মিশেছি দুজনা।
সবই কি মিথ্যে ছিল! করেছ আত্মার বাঁধন ছিন্ন
ছিঁড়ে হৃদপিণ্ড,করেছ অর্ধমৃত দিয়ে দুঃসহ যন্ত্রণা!
দেখতে পাও'নি এ'বুকে কতশত অদৃশ্য ক্ষতচিহ্ন,
খুশিতে মেতেছিল এতগুলো বছরের দুঃখ বেদনা;
তোমার কাছে পৌঁছেনি, নিঃশেষ হৃদয় পুড়া গন্ধ।


তুমি এসেছিলে সেদিন! ফিরে-ও গেছো আবার,
বারবার পিছনদিক তাকিয়েছ ফিরে ফিরে, আমি
মুগ্ধতায় তাকিয়ে থেকেছি, ভেবেছি তুমি আমার।
কতদিন পর দেখা! কতো বছর-ভেঙ্গে মনের ঘর
সাজিয়েছো সুখের সংসার, তুমি রাখনি সে'খবর!
দিনের হিসেবে তেপ্পান্ন'শ তেইশ তোমাকে দেখিনি।
চৌদ্দবছর সাত মাসই পুড়েছি নিভৃতে একা একা,
পাওয়া না পাওয়ার ব্যবধানে আমি আজও শূন্য।
তবু বড় সাধ জেগেছিল সেদিন, তোমাকে দেখার,
তুমি ডাকতেই গিয়েছিলাম ছুটে, হয়েছিলাম ধন্য।


তুমি এসেছিলে সেদিন! বুঝতে চাওনি মনটাকে!
দেখিয়ে তোমার বিজয় করেছো কিছুসময় সুখী।
ফিরে যেতেই হয়েছিল সুখের মহাপ্রস্থান,কিভাবে
ভুলে থাকবো ও'মুখে দেখতেছিলাম তৃপ্তির হাসি।
বুঝেছি, এখনো কিছু ভালোবাসা তোমার অন্তরে
আমার জন্যই ব্যাকুল, কেবল স্বার্থের কাছে বন্ধী।


(আজকেই প্রকাশ করেছি সামুতে)