ভেঙে যাওয়ার ভয়ে আমি আর
স্বপ্ন দেখিনা সে অনেকদিন হয়েছে বন্ধু,
নতুন কোন স্বপন
এখন আর আমাকে বাঁধতে'ই পারেনা!


অনেকদিন বেঁধে রেখেছিলাম মনটাকে
বলেছি মিথ্যে কথন,
আমার ভালোবাসা কখনো হারাবে না।
তাই তো মনটা আমাকে উপহাস করে
বলে-বারবার চিরন্তন
সত্যই বলেছিলাম, তুমি আমার
কোন মূল্য দাও'নি, বিশ্বাসে ভরেছ সিন্ধু!


বন্ধু- মনের দুঃখ'বেদন
বুঝবার মতো কোন মানুষ আমার ছিলনা!
বারবার আঘাত করেছি এই বিবেকটাকে,
কেন'সে করেছিল বারণ-
বন্দি করেছিল ইচ্ছে সাধের নিষ্পাপ চাওয়া?


বড় উশৃঙ্খল মনটা! বিশ্বাস ভাঙার পর থেকে
মানছে না শাসন বারণ!
অস্থির বিষণ্ণতায় তাল হারা বেতাল
মনটা- এখনো কোথাও হতে পারলো না স্থির!


গভীর বিশ্বাস ছিল, সাধের যতো স্বপ্ন
দেখেছিলাম-সবই আজ বড্ড মিথ্যে মনে হয়!
বিশ্বাস হারিয়েছি সেদিন-
যেদিন থেকে হারিয়েছিলাম অধিকার, আঘাত
করেছিল হৃদপিণ্ডে-পেরিয়েছিল সীমান্ত প্রাচীর।
হতেই পারিনি বিবেকহীন!
রঙিন স্বপ্নের সাথে চঞ্চলা যৌবনারম্ভ
রেখেছিলাম নিষ্ক্রয়!অথচ,সক্রিয়তেই ছিল জয়।


বেড়েই চলেছে মনের ঋণ,
ভাগ্যের চাকা হয়েছে বন্ধ-ভুলেছি বিশ্বাসীবাদ;
ভাঙনের সুরে ভরা অন্তর উর্ধ্বে সকল যুক্তির।
আমার পৃথিবী যেন প্রেমহীন!
মরুভূমির মতো শুষ্ক মন-ভূমে হয় না চাষাবাদ
কোন স্বপ্নের, কামনায় এখন আর হইনা অধীর।


দিনদিন আঁধারের গহীন
সাগরে যাচ্ছি ডুবে, হারিয়ে সকল বিশ্বাসী হাত;
কিছুই'যে রইল'না আমার!অবশিষ্ট শুধু অপবাদ।


নিথর যে-জীবন গতিহীন,
নিত্যদিন কষ্টের আঘাতে যার ছিন্নভিন্ন
হৃদয়, খ্যাতি স্বীকৃতির হিসাব সেখানে শূন্যময়।
বেঁচে থাকাই যখন কঠিন,
সুখের আশা সেথায় থাকে কি কখনো,
দৃঢ়তর চেষ্টাহীন কর্মে কে-কখন হয়েছে বিজয়!


[কবিতাটি প্রথমে সামুতে প্রকাশ করি, এখানে একটু সম্পাদিত হয়ে পোষ্ট হল।]