বসন্তের দিবা-নীতে,
দেখেছি পৃথিবীকে।
শুনেছি পাখিদের ডাকে,
ছোট ছোট কিছু কথাকে।
বুঝেছি তাদের ভাষাতে,
সুখ দুঃখের আশাকে।
ভূলে যায় কতই কথা,
ভূলে না দুখের ব্যাথা।
গাছ কত ঝরিয়েছে পাতা,
বুঝিয়েছে তার শেষ কথা।
খা খা নদী মাঠ বাশবণ
তাহাতেই পাখিরা করে যায় গুঞ্জন।
আজ ব্যাথায় ব্যাথিত ভূবন,
এ যে বসন্ত শেষের নেমণ্ত্রন।