তাকে কি ক্ষমা করা যায়?
-বাদশা মোহাম্মাদ নাজ্জাসী


প্রথমবার যে রমনি আমার হাতে পুষ্পস্তবক অর্পণ করে, বলেছিল ভালোবাসি।
যে বলেছিল, জীবনের এই দীর্ঘপথ আমার কাধে মাথা রেখে কাটিয়ে দিতে চায়
আমি ধিক্কার জানাই তাকে।


যে রমনি আমাকে প্রেম শিখিয়েছিল
যে আমাকে শিখিয়েছিল প্রেমাগ্নিতে পুড়তে
আমি ধিক্কার জানাই তার প্রতি।


যে বলেছিল, এই কঠিন পৃথিবীর তপ্ত মরু আমার সাথে পেরোবে
নোনা পানির আধার এই বিশাল সমুদ্র পেরিয়ে সে একটি শান্ত দ্বীপে আমার সাথে ঘর বাধবে
এই নোনা পানির সমুদ্রে সুমিষ্ট পানি দিয়ে আমার তৃষ্ণা নিবারণ করবে
আমি ধিক্কার জানাই তার প্রতি।


ধিক্কার জানাই তাকে!
যে রমনিদের মাঝে প্রেম এবং প্রেমের মানে ছলনা বুঝতে শিখিয়েছে,
যে নৌকো সামান্য ঝড়ো হাওয়ার লক্ষ্য বদলায় গতিপথ বদলায়,
সে ফিরে এলে কি আর মনে বিশ্বাস জাগে?
তাকে কি ক্ষমা করা যায়?
যে নৌকো আমাকে মাঝ সমুদ্রে রেখে পালিয়ে গেছে সুখের নিশ্চয়তায়,
তাকে কি ফিরে আসার সুযোগ দেয়া যায়?
তাকে কি ক্ষমা করা যায়?