এইতো সেদিন- ৫২ এর কথা,
জানুয়ারি আর ফেব্রুয়ারিতে বুঝেছি যথার্থতা।


স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছিলো
আমার মায়ের মুখের-
তারা কি পেরেছিল দেখতে সেদিন
মুখটি স্বর্গ সুখের?


মায়ের কোলে বীর সেনারা
দিয়েছে রক্ত জান,
কেড়ে  নিতে দেয়নি মুখের ভাষা
রেখেছে মায়ের মান।।


সেদিন থেকে শুরু,
আন্দোলন অভ্যুত্থান-
বীর সেনারা করেছে যুদ্ধ
রেখেছে মায়ের মান।।


৭-ই মার্চের সকাল বেলায়
দৃপ্ত পায়ে মুজি-
স্বাধীনতার বানী শুনে
আশার আলো খুঁজি।


২৫-শে মার্চ ভয়াল রাতে,
শেখ মুজিবের বন্দি
পাকিস্থানীরা করতে চায়নি
এরপরে ও কোনো সন্ধি।


২৬-শে মার্চ ধবল প্রহর
ক্রন্দন রত নগর
রাজপথ সেদিন ভেসে গিয়েছিলো
রক্তের জেনো সাগর।


নয়টি মাসের রক্ত মিছিল
ক্রন্দন রত দেশ
লক্ষ রক্ত বিক্রি করে
কিনেছি বাংলাদেশ।।