বছর ঘুরে চৈত্র শেষে আবার এলো ফিরে-
যাকে নিয়ে এতো আনন্দ, হৈ চৈ যাকে ঘিরে।


এতো অপেক্ষা এতো ধৈর্য, এতো মাস শেষ করে-
নববর্ষ চলে এলো আবার বাংলার ঘরে।


ফসলে ফসলে ঘিরে আছে যেই সবুজের বাংলা-
ধান, পান, আর গানের দেশ এই সোনার বাংলা।।


চৈত্র শেষে, ফুলের বেশে, সাজে বাংলাদেশ,
পহেলা বৈশাখে এই দেশেতে আয়োজনের নাই শেষ।


ফুল, পাখি আর নকশা, বাহার আয়োজন যে কতো-
বৈশাখী মেলায় যোগ দেয় সবে বাংলার আছে যতো।


মুসলিম, হিন্দু, বৈদ্য, খ্রিষ্টান, জৈন্য ধর্ম আরো-
বৈশাখেতে যোগ দেয় সবে বাঙালি সহ গারো।


ইলিশ মাছ আর পান্তা ভাতের গন্ধে ম ম করে,
এমন দিনে বন্ধুরা সব যায় যে সবার ঘরে,


অনেক পরে এলো ঘুরেই নববর্ষ-
তাইতো সবাই মেতছে নিয়ে, করছে যে হর্ষ।।