আমাদের এই সুন্দর শ্যামলিয়া দেশ,
আমাদের দেশটা দেখতে লাগে বেশ-
প্রতিদিন ভরে মাথা উঁচু করে উথে লাল সূর্যটা,
দেখলেই আনন্দে মেতে ওঠে মনটা।


কলসি কাঁখে, নুপুর পায়ে ঘাটে যায় মেয়েরা-
মাঠে মাঠে সোনালি ধান কাটে কৃষকেরা।।
রাখালির বাশির সুর ভাসে দুপুর বেলায়,
জেলেরা নদীতে জাল ফেলে মেঘের ছায়ায়।।


প্রকৃতি দেখে ভরে ওঠে মন,
বিদায় নিতে থাকে সূর্যটা ততক্ষণ।
রাতের বেলায় দেশ্তা করে ধু ধু-
সুন্দর প্রকৃতি জানে কি জাদু,