প্রেম টা বুঝি হয়েই গেল
               চেপে রাখা যাচ্ছে না,
হৃদয় মাঝে করুন বাঁশির
               সুরটা তো আর বাঁজছেনা।


চঞ্চল এই মনটা আজি
               তাক ধীনা ধীন নাঁচতে চায়,
প্রখর রোদে হিমেল হাওয়া
              যেদিক পানে বয়ে যায়।


কুহূ স্বরে কোকিল ডাকে
              বসে গাছের ডালে,
সবুজ-শ্যামলা বৃক্ষরাজির
             পুষ্প যেথায় দোলে।।


আমি কি আর আমার আছি?
              আমি তো আমাতে নাই
অস্তিত্ব বিলীন হয়ে,
              তোমাতে পেয়েছি ঠাঁই।


ব্যথিত চিত্তে তোমারো দুয়ারে
              আজি এসেছে যে ভৃত্যে,
ফিরিয়ে দিওনা তারে রিক্ত হস্তে।।