গ্রীষ্মের রদ্দুরে খা খা করা পথিকের মতো
আমার মনে উথলে ওঠে আমার স্মৃতি যতো।
যখন আমি এটুকু ছিনু হাটি হাটি করি পা,
সবকিছুই মনে পড়ে মোর, স্মৃতি ছিলো যা।।


যখন আমি একটু বড় হয়ে গিয়েছিনু হায়-
এই গ্রামের প্রাইমারীতে মোরে ভর্তি করিতে যায়।
সকল স্মৃতি মনে পড়ে মোর সেই সেকালের কথা,
পোল থেকে মুই পড়ে গিয়ে যবে- পেয়েছিনু পায় ব্যাথা।।


ঠিক এভাবে পাঁচটি বছর কাটিয়েছিনু মুই-
শহিদ, রাজু এরা মোর বন্ধু ছিনু দুই।
বৃত্তি পরীক্ষাটা যখন এলো ঘরের কাছে-
নেতা বনে গেলাম তখন সবাই ঘরে পাছে।।


এভাবেতে ধিরে ধিরে করলাম মেট্রিক পাশ-
আমার বাড়ির পাশের চাচা করলো সর্বনাশ।
যাক সে কথা সকল কিছু বলবনা তোমায়,
সকল স্মৃতি রাখবো মনে তোমাকে বিদায়।।