হয়তো,আর তোমার সাথে কখনও হবে নাকো দেখা!                    
হয়তোবা,কখনও দেখব জীবনপথের কোনো চোরা বাঁকে তুমি দাঁড়িয়ে আছো একাএকা
হয়তো, হয়তোবা, কখনও, কোনো  এসবের মধ্য দিয়েই আমার এই বিদগ্ধ জীবন জেনো একদিন হবেই শেষ
হয়তোবা, তুমি ভালই আছো ! তোমার নেই কোনো দুঃখ শ্লেষ !      
আমিও কিন্তু ভালই আছি বেশ ------


হয়তো, সেদিন তুমি ছিলে ঠিক ! আমিই ছিলাম ভুল                                                                                                                                                                                  হয়তোবা, সেদিন তোমার আত্মাভিমান আমার কাছে তোমাকে করেছিল চক্ষুশূল
হয়তো, সেদিন আমি ছিলাম ঠিক, তুমিই ছিলে ভুল !
হয়তোবা, সেদিন আমার আত্মাভিমানের জন্য আজও আমি গুনে চলেছি তার মাশুল -----  


হয়তো, সেদিন অভিমানী আমি করেছিলাম ভুল, তোমায় ঠেলে সরিয়ে দিয়ে দূরে
হয়তোবা, সেদিন তুমি করেছিলে ঠিক পেছুপানে না তাকিয়ে আর  ফিরে !
হয়তো, সেদিন আমি করেছিলাম ঠিক তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে
হয়তোবা, সেদিন তুমি করেছিলে ভু‌ল ! তাইতো আমায় দাওনি স্থান তোমার মনোনীড়ে -----


হয়তো, তোমার স্মৃতি একদিন আমার মন থেকে যাবে উবে
হয়তোবা, তুমি স্মৃতি হয়ে সারাজীবন আমার মনেই থেকে যাবে -----
হয়তো, জীবনভর অনেক কিছুই ঘটে যাবে তবুও সব কিছু আমি নীরবে সইব  
হয়তোবা, নয় আর, জেনো আমি তোমার বরফহৃদয়-স্তুপের নীচে মমি হয়ে  ঠিক রইব -----