আজও মধুর স্মৃতিগুলো নির্জনে রাত জাগে
সারা রাত মন ডুকরে ডুকরে কাঁদে
রাতের পর রাত ঘুম চোখে জেগে থাকা
আমার স্বপ্নালু চোখ কুয়াশার ঘন মেঘে ঢাকা
রাত জেগে তারা গোনা একাএকা
রাতের আকাশে চাঁদের মধ্যে তোমাকে দেখা  
তুমি ছাড়া আমার সবকিছু কেমন যেন ফাঁকা    
আজও আমার স্মৃতিপটে তুমি তেমনই রয়েছে আঁকা    
হুঁশ নেই নিশুতি রাত কখন যে হয়েছে ভোর  
পাখির কূজন আর মোরগের ডাকে কাটে ঘোর          
                              


আজও মনে হয়  হঠাৎ কখনও  
অশ্রুভরা তোমার দুটি সজল নয়নও
আমার দুটি চোখে কেন যে ভাসে
বারে বারে শুধু ফিরে ফিরে আসে
হায় !  হারানো দিন কী আর কখনও আসবে ফিরে  
অবুঝ মন একাকী কাঁদে কেন স্মৃতিরও নীড়ে  
মাঝে মাঝে কেন জানি না হয় মনে  
আমি ভুলেছি তারে ভোলেনি সে জনে                                                 প্রতিদিন গোধুলি বেলায় এখনও যেন সে আসে                                                                                                                                  
আমার জন্য পথও চাহি চাহি চোখ তার জলে ভাসে
এখনও প্রতিদিন সকাল-সন্ধ্যা সে আমার কথা ভেবে কাঁদে-হাসে
আমি তারে বাসিনা ভাল তবু সে যেন আমায় ভালবাসে !