আমি তো চায়নি কারও ঘরের চাবি
তুমি তো এলিয়ে দিলে নগ্ন আঁচল
তবু ও চাইতে হলো কী দাম দেবে!


আমি তো সহজ হতেই চেয়ে ছিলাম
তুমি তো বিকিয়ে দিলে নিজের করে
আমি কী পাষাণ শরীর থাকবো থেমে?


আমি ও বিক্রি হলাম
ফেরেপ বাজের শূন্য মনের
হাঁপান জ্বরের গভীর ধোঁয়ায়!
তুমি তো ভালোই আছো লুটের বাগে।
--------------------------------------
-১১/১/২৩-অবুঝ মন-