459)
তোমায় দিয়ে শুরু
তোমায় দিয়ে শেষ
তবু আমি তোমার মতো
খেলবো না এই রেশ।


ইচ্ছে হলে জুড়তে পারো
যেমন তেমন বাণী
কাটমানির ধার না ঘেঁষে
ফুরিয়ে যেতে জানি।
-------------------------------
460)
আমি ভক্তের ও না,আমি ভাতারের ও নই
আমি ঝড়,আমি যার কাছে যাই ছারখার করে দিই
তুমিও দিলে পা এই খানা ডোবা জলে!
দেখো চেয়ে ক্যানসার হতে আর বাকি নেই
দগ্ধ পোড়া ঘা দিনে দিনে বাড়বেই বাড়বে
হয়তো বলবে বেশ্যা বেশরম মাগিটা মরলে একটু শান্তি--
অথচ কেমনে ভেবে নিলে নিজেকে কাঁচা ঝাড় তুলসী চন্দন!
না তবু চাইবো না মড়াটার বিদায় হোক,আগে চাই হয়ে যাক পরিশোধ লেনদেন।
-----------------------------------
১৭/৪/২৪-অবুঝ মন -