যেটুকু যা দেখা যায় সেটুকু সব নয়
মেঠো পথ,কাঁচা রঙ,ভরা রোদ রোদ্দুর
ক্ষয়ে যেতে কতক্ষণ?
বলা কওয়া বলাকা নিভে যায় নিমেষেই
ওই তো পাখিটা ওপারে খেলছে
অথচ ঝাড়া সব খোলামের খেলনা!
তুমি কী চাইছো জানালা হৃদয়পুর?
দেখো চেয়ে ভঙ্গুর খাঁচাটা কতদূর---
বলেছিল কী যেনো ভালোবাসি গাঙচিল!
খসখসে উৎপাত সারাক্ষণই এরকম
তুমি যদি হতে চাও,হতে পারো একবার
বড় জোর গুনাগার ঝক্কির দ্বন্দ্ব
মেঘলা ঝরা রোদ সব পথ বন্ধ,ফিরবার পথ নেই -
--------------------------------------
-৮/১/২৪-অবুঝ মন-