যেই না বেড়ে হাজার হলো
কয়লা, গরু--কে কে খেলো?
সবাই কী সব ভুলে গেলো!


জমি জমা বাস্তু ভিটে
খেলো কারা লুটেপুটে?
বাহ্ রে বাঃ সুযোগ্য সব কারিগর!


এখন আবার সুর ধরেছে
ষাঁড়ের গুঁতো খেয়েছে যে
ফিরিয়ে দেওয়া দরকার!


হায়রে হায় কাঙাল ফকির--
বুঝবি কবে?
সর্বনাশা ঝড় এখানে নয় থামবার--
------------------------------------------
১৯/২/২৪-অবুঝ মন -