ভালোবাসা পাবো বলে
নরেশ পাটঘরা


প্রতিদিন সন্ধ্যা বেলা
তুমি আমি গরান ফুলের
গন্ধ নিতে নিতে বলতাম
এ জন্মের ভালোবাসা
যদি ভালোবেসে আশ না মেটে
পরের জন্মে তোমাকে আবার চাইবো।
তুমি মাথা নেড়ে
মুচকি হেসে খোলা চুল
বাতাসে উড়িয়ে দিয়ে বলতে
একটা রবীন্দ্র সংগীত শুনবে?
বলে গাইতে-
" যাবার দিনে এই কথাটি বলে যেন যাই-
যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই"
আমি অবাক হয়ে
তোমার মুখের দিকে তাকিয়ে থাকতাম।


তুমি কাছে নেই
তাই আর গরান ফুলের গন্ধ
ভালো লাগেনা ।
তবে তোমার গাওয়া গানটা
গাইতে চেষ্টা করি
কিছুতেই গাইতে পারি না।


জানিনা এখন তুমি খোলা চুলে
কোন নদীর কাছে গিয়ে
গাও কি না রবীন্দ্র সংগীত!


এখন আমি গভীর রাতে
একটি তারার সঙ্গে ভাব জমাই
সে আমাকে প্রতিদিন ডাকে
তার কাছে যাওয়ার জন্য।


কি জানি কবে যাব তার কাছে
একটু ভালোবাসা পাবো বলে।