মিথ্যে ছিল
নরেশ পাটঘরা


তোমার কথাগুলো ছিল
ভীষণ রকমের মিথ্যে
তবু ,
মিষ্টি ছিল, তাই
মিথ্যে জেনেও প্রশ্রয় ছিল
অন্ধ ধৃতরাষ্ট্রের মতো।


তোমার কথাগুলো যতনা
মিষ্টি ছিল
তার চেয়েও মিষ্টি ছিল
তীব্র অমৃতময় হাসি
নিরবে উপভোগ করেছি
মৃত্যু হবে জেনেও।


তোমার হাসি যতনা
মিষ্টি ছিল
তার চেয়েও মিষ্টি ছিল
তোমার নরম হাতের বাহুবন্ধন
ফাঁসির মতো যন্ত্রণাময় জেনেও
জড়িয়ে ধরেছি আবেগে।


তোমার বাহু বন্ধন যতনা
মিষ্টি ছিল
তার চেয়েও মিষ্টি ছিল
তোমার মুহুর মুহু পাল্টে যাওয়া
আমি অন্ধকার জেনেও
খুঁজতে যাইনি আলোর ঠিকানা।