মনের মানুষ
নরেশ পাটঘরা


স্বার্থের টানাটানি
তাই সুস্থির ভাবে কথা বলা যায় না
নির্ভর করে হাত বাড়িয়ে দেওয়া যায় না
আমিত্ব গিলে খাচ্ছে
সবাই ভিতরে ভিতরে রাজনিতির অঙ্ক কষে
হারিয়ে যায় নিষ্পাপ ভলোবাসা



সরল হাসি দেখলেও এখন
ভিতরে  কাঁপন লাগে
রঙ লাগে না মনের গভীরে
রাগ আর অভিমান
বুঝতে পারি না  বলে
          সত্যিকারের মানুষ খুঁজি !
         ***********************