রাগ
নরেশ পাটঘরা


আমার রাগ কিংবা অভিমান
সবার চেয়ে অনেক বেশি
সে বোধহয় তোমার থেকে
আর কেউ বেশি জানে না।
কতদিন তোমার সঙ্গে
কথা না বলে কেটেছে।
দুঃখ পেয়েছি .....তবে
যখন ঠিক করি
তোমার থেকে চিরদিনের জন্য
দূরে চলে যাবো
তখন তুমি আমার দুটি হাত ধরে
রজনীকান্তের গানটা যখন
গাও "যারে মন দিলে আর ফিরে আসে না
এ মন তারে ভালোবাসে না।
যাদের মন দিতে হয় সেধে সেধে
প্রেম দিতে হয় ধরে বেঁধে" ‌....
আমার সব রাগ মুহূর্তে
কোথায় যেন হারিয়ে যায়!


আমি এক নতুন মানুষ হয়ে
ফিরে আসি তোমার কাছে ।
বুকের ভিতোর ভ্রমর গুনগুন
করে গেয়ে ওঠে .....
ভালবাসার চিরন্তন গান ।
তোমাকে নিয়ে বেরিয়ে পড়ি
নীল সমুদ্রের ঢেউ ভাঙতে
বেরিয়ে পড়ি চাঁদের জোছনা মাখতে
বেরিয়ে পড়ি নিউমার্কেট থেকে
গড়িয়া হাটের ভিড় ঠেলতে
বেরিয়ে পড়ি নতুন কোনো
রেস্তরায় মুখোমুখি বসে খাবার খেতে
বেরিয়ে পড়ি বুক পকেটে
তোমার ভালোবাসার মুহূর্ত গুলো
ধরে রাখবো বলে।


না বলে যদি কোনদিন
চলে যেতে হয় তোমাকে ছেড়ে
তখন কিছু স্মৃতি রেখে যাবো
তোমার জন্য ।
মাঝে মাঝে উল্টে দেখো
স্মৃতির পাতাগুলো .......
বিবর্ণ হতে দিও না।