সুভগ
নরেশ পাটঘরা


জন্ম থেকে হীন সুভগ।
পায়ে পায়ে দুর্দৈব।
তাই ,
চোখের জলে শুদ্ধ করি
এবং কামনা করি সবার অরিষ্ট।


তবু ,
জানালায় সপ্তমীর চাঁদের মতো
ভালোবাসা অবিদিত।


এখন,
ভেতরের দুঃখ কান্না চেপে
হাসতে শিখেছি-
অভিভব মেনে নিয়ে।


আমি নাকি
কালো বিড়ালের মত নিছনি।
নির্বাসিত হয়ে আছি
নিজগৃহে।