শুনেছি আমি কস্মিনকালে ,
বিদ্যার গুরত্ত অল্প লোকে জানে ।
বিদ্যা না গ্রহণের কারনে ,
অনেকের মুখ নিচ নামে অনুতাপে ।
বিদ্যা নাহি বলে ,
কত লোক কত কিছু করে
নাহি জানে কেউ সামাজিকীকরণ
করিবে কিভাবে তারা দেশ সমাজের উন্নয়ন ?
বিদ্যা নাহি বলে
যত প্রকার কর্ম বিমুখতা , আর যত ক্লৈব্য ।
সমাজে ঘটে শত প্রকার দুর্গতি
নহে মন নহে প্রান প্রসন্নে ।
বিদ্যা নাহি বলে
যত প্রকার তামসিকতা ।
অবিদ্যায় জড়িত হয়ে শত লোক লুট-তরাজে লিপ্ত ,
তাদের মধ্যকার মানবতা ভুদ তাদের মধ্যেই সুপ্ত ।
বিদ্যা তাকিত যদি
সব সমাজের সবার মাঝে ,
নাহি থাকিত অশান্তি , নাহি থাকিত অভাব ।
তখনি বুঝা যেত কত মানুষের কত ভালো স্বভাব ।
এই বিদ্যা অর্জন করিলে
লোক কত উপকৃত হয়
সেই সাথে দেশ সমাজের ঘটে উন্নতি ।
আর যত প্রকার আছে কুসংস্কার ঘটে তার অবনতি ।
তাই আমি বলি জনে জনে ,
আস মোর সাথে বিদ্যা আহরণে ,
তবে সে বিদ্যা নয় যা লোক দেখানোর জন্যে
সেই বিদ্যা কর অর্জন যা আসে কাজে
মানব সমাজের উন্নয়নে ।