হে জনলোকে প্রদর্শিত বীর , তোমার রক্ত মাখা হাত ,
আমার কাছে তুমি নও বীর , তুমি কাপুরুষ ।
তুমি নিয়েছ নিষ্পাপ শিশুর প্রাণ ।
তুমি  উত্তম সাথি নও ,
নও তুমি মানব প্রেমী ,
তুমি হলে মানব বিদ্বেষী ,
আগুনের দিকে তোমার প্রানের নিঃশেষ আহ্বান ।
দুর্বল লোক পেলে , হনন কর তারে ,
গলা চেপে ধরে ।
অথচ তোমার উধরতনে যে , তুমি ডাক প্রভু তারে ,
সেতো প্রভু নয় , তবু মাঙ্গিতেছ কিছু বিনিত অনুরধে ,
তুমি নও ক্ষমতাবান ,
নও তুমি অবিনশ্বর ,
নয় চির উচ্চ তোমার শির ,
প্রভু তুমি তারে ডাক , যে প্রভু নয় ,
বানিয়ে তাও তারে জনক , বানিয়ে দাও তারে পীর ।
এভাবেই চলে যাবে তুমার কিছু কাল ,
ছিনিবে অনেক কিছু , ছিনিবে অনেক প্রাণ ।
এক দিন তবে হায় ! সত্যের দিশারি হয়ে ,
বসিবে যখন পুজারির পিঠে ,
ওই দিন তুমার পিঠে কেউ শিক গিথিবে ।
আর যদি তা না হয় তবে ,
তোমার এক করুণ মৃত্যুতে ,
জনলোক লাশে লাথি মারিবে ......।।