জীবনের স্বাদে , বের হল যে পথে ,
দিল যে মহৎ , মহান কোরবান ,
হয়তোবা , নিরাশায় , হয়তোবা আনন্দে , জিবনের আনন্দে , বাঁচার আনন্দে ,
যদি খোদা হয় মেহেরবান ...।।
জীবনের স্বাদে ,
হয়ে যায় কেউ দেবদাস বা রোমিও কিংবা জুলিয়েট ।
জীবনের স্বাদে ,
কাপুরুষ বনে বীর , নদীর ঘাট হয় সমুদ্র তীর ।
কেউ হয়ে যায় নিজে সুন্দর অথবা সৌন্দর্যের পূজারী ।
জীবনের স্বাদে ,
কেউ ছাড়ে গৃহ , দেখিতে লোভিত সুন্দর বিশ্বের ,
কেউ মজে আধ্যাত্মিকতায় সাক্ষাৎ পেতে ঈশ্বরের ।
জীবনের স্বাদে ,
কারও বাধন হারে , ভালবাসার নতুন গীত বেঁধে ,
কেউ উড়ে যায় পাখির ডানায় অচিন নগরে ।
সাত সমুদ্র তের নদী দেয় পাড়ি ,
কেউ কেউ জীবনের স্বাদ পেতে ।
যেই বা বুঝলনা জীবনের স্বাদটাকে ,
সেই রয়ে গেল পুরাকালে ।
যার পাখা জাপটে জীবনের স্বাদ পেতে ,
সে থেকে গেল দুখের আড়ালে ।
জীবনের স্বাদ পেতে যে ছাড়িল গৃহ ,
সে মিশে গেল আনন্দে ,
সেই বীর , সেই নিত্তবান , সেই ধার্মিক ।
জীবনের স্বাদে ,
সেই হয় নির্ভীক ।