ক্ষণকালের ঘটনা , তবে চির সত্য , হায় !
ঘটে জায় দৈনিক অনেক কিছু পরম মায়ায় ।
অপরূপ ভুবনের সপ্তরুপী কাননে ,
লালা গোলাপের কাননের এক কোনায় ,
কোনোভাবে ফুটিছে সাদা গোলাপ ,
নিতান্ত মায়ায় ।
লাল কুসুমগুলোর ছড়ায় যতটুকু ঘ্রান কাননে ।
সাদা পুষ্পখানি ফুটাল তা নিতান্ত দ্বিগুণে ।
মালি ভালবাসে তারে দেখিল কৌতূহলে ,
লালা গোলাপের বাগিচায় সাদাফুল ঘটে গেল সরলে !
দিল মালি পানি ঝাড়ি ঝাড়ি ,
যত্ন করিতে লাগিল হায় ,
একদিন তবে বুঝিল ,
লালের বাগিচায় সাদা ফুল কিভাবে দেখা যায় !
নিতান্ত মায়ার সে ফুল ,
মালি ছেঁটে দিল দাল হতে  ।
পচে গেল পুষ্প ,
পড়ে রইল পথে ।
হায় রে সাদা গোলাপ !
তুমি নিতান্তই সুন্দর , নিতান্তই অপরুপি ,
চোখ ধরে নি মালির তোমার সৌন্দর্য কে ,
হায় রে ! সাদা গোলাপ ! তুমি তুচ্ছ মানবের আচরণে দুঃখিত হইলে ,
সে তো সামর্থ্য রাখে না  তোমাকে ধারণ করার ,
সেতো সামর্থ্য রাখে না তোমাকে অনুমানও করার ।