ওই অবলার কলেবরে কিসের দাগ ?
যৌতুক দেই নি বলে !
পরিণয় ! হায় হায় ! এ কি প্রতিশ্রুত জিবনের এক পর্যায় ,
নাকি খুলে যাওয়া নতুন অর্থের হিসাব ।
এমনি ভাব উঠে আমার প্রাণে দেখি যখন পাশের বাড়ির দরিদ্র ঘরের মেয়েটিকে ।
পাণিদানের আগে ,
                     শত সহস্র স্বপ্ন দেখিয়ে নিলে ।
                     নিশ্চয় সে আমার হবে !
                     এই ভাব যে তুমার মনে , এক বাপের এক মেয়ে ।
পাণিগ্রহণের পরে ,
                    পাষণ্ড জানোয়ার জেগে উঠে ।
                    বার বার ধর চেপে যৌতুক আনবে বলে।
তার ঘরে যে সামর্থ্য নেই ! জানতে তহ এর আগে ...!!
তবু কেন এই অপরাগ ?
এক বাপের এক মেয়ে বলে ,
গা বেচে দিবে তোর স্বপ্ন পূরণে ।
একি পরিণয় ? নাকি নতুন অর্থের হিসাব ।
বার বার কেটে জায় না বলে ।
ততো বার পড়ে তার দেহে হাত ।
ইশ ! দাগ বাড়ে কাটিতে কাটিতে ।
হায় রে ! যেদিন শুনলাম , মেয়েটি কষ্ট সহ্য করতে না পারি
হনন করিল নিজের প্রাণ ! ওই লোক কি স্বামী না প্রাণী !
ধ্বংস হল কত স্বপ্ন , ধ্বংস হল কত জীবন ।
পড়ে আখি হতে অশ্রু বারি ,
                                একটি লোভের লাগি   !
                                হায় ! একটি জীবনের লাগি ।