ওই দিন ! জানিনা কার প্রতীক্ষায় বসে ছিলাম ,
তখন সূর্যাস্ত হবে , আমি তহ ভাটা দেখি ,
সমুদ্রের সলিলে সূর্য লালিমা আলো ছায়া ফেলে ।
সময়তা কতই না রোমাঞ্চকর ।
শীতল স্পর্শ যখন দেহে নাড়া দেয় ,
হৃদয় তখনই যেন তারে চাহে !
সে তো নেই । তবুও যেন করি তারে ,
যেন সে আছে মোর পাশে
সে যেন আমার পাশে ,
হাতে হাত ধরে ,
বলিচে হৃদয় জুড়ানো কথা ,
তারই জন্য আমার হৃদয় টানে
মুহূর্ত প্রতিক্ষণ , প্রতিক্ষণে ।
সে তো আমারই ? শঙ্কা জাগে !
আমি যে তার ......।।
আমি জানি , সেও চায় মোরে , যেমন করে চাই আমি তারে ,
হৃদয় হতে ...।।
ভালবাসে মোরে হৃদয়ের গহিনে গহিন হতে ।
আমি চাই তারে পাশে , যখন সূর্য অস্ত যায় ।
সে তো দিবাঙ্গনা , অন্তত আমারই দৃষ্টিতে ......।।
ভুবনমুহিনি রূপ , তখনই খুলে চুখ ,
সব ভেসে যায় কল্পনার ছলে ............।।