বহুদিন হলো আছি কর্মশালায় ,
হয়নি কো দেখা পরিবার পরিজনের সাথে !
এখনি লিখিব চিঠি , ডাকযোগে করিব প্রেরণ ,
পৌছাইবে চিঠি পরিজনের কাছে ।
হায় রে অভাগা ! কোন ঘটনা চক্রে লিপ্ত ? কিসে সুপ্ত ?
চক্ষু দেখা ভুল ! ভয়াবহ সমতুল ! ভুল ঠিকানা লিখা চিঠিতে ।
প্রাপকের খোঁজ নাহি মিলে তাই পিয়নের হাটিতে হাটিতে ।
কেটে যায় বহু দিন ! তখনও পৌছেনি চিঠিখানা ।
এবার ছুটি হলো । বাবু মশাই যাবে বাড়ি ।
বাবু মশাই রওয়ানা বাড়ির পথে ।
ওঠে জাহাজ-লঞ্চ , নৌযানে , ভরা লোক থুক থুক ।
মাঝ পথে হায় , স্রোতের ধাক্কায় , নৌযান হারায় নিয়ন্রণ ।
উল্টিল নৌযান সাথে করি বাবু মশাই খাইল ভরা ডুবি ।
সে মারা গেল , করুণ ঘটনা কারণ তার ,
দু’দিন পর হলো তার লাশ উদ্ধার ।
তখনও পৌছেনি চিঠি খানা ।
পর দিন বিকালে হায় , সঠিক ঠিকানায় পৌছিল লাশ খানি ।
যখন লোকসমাজ তার বিয়োগে ব্যথিত ,
তখনি আসিল এক পিয়ন হাতে করে চিঠি ! কি অবাক ব্যপার !
খুলে এক পরিজন দেখিল চমৎকার !
এতো দেখি বাবুর চিঠি ।
এখনি তবে পৌছিল লাশখানির সাথে অই লিপি ।
এই ছিল বাবুর লেখা শেষ বিকালের চিঠি ।
লিখা ছিল সেথা পর মাস আমি আসতেছি ।