অনেক দিন হয়েছে গত ,
মনে পড়ল আজ সেই মফিজ আলির কথা ।
মেয়েকে বিয়ে দিতে পেতেছিল হাত
ধনী বন্ধুর কাছে , বুক ভরা আসা নিয়ে ।
সহস্র , লক্ষ টাকা দিয়ে দিল আশগর চোখ বুঝি ।
বন্ধু , দেনা রাখিও না কোন , এই অর্থ তোমারই ।
সমাপ্তি ঘটল বিয়ের ধুমধামে ,
সোনার চেলাই সীতিতে পরে , রীতি সিদ্ধভাবে ।
বাপ মফিজ আলি বড্ড খুশি ।
বাধিছে মেয়ের সংসার ।
শত বছর বেচে থাক , মা । তুই আমার অহংকার ।
এভাবেই কাটিল কত কাল ।
তবে ভাগ্যের নির্মম পরিহাস ।
লিখে রাখেছিল রসাত্মক উপন্যাস ।
আশগর মিয়া হয়ে গেল ফকির ধোকার দায়ে ,
কাছের লোক করিছে চুরি সব , থেকে আড়ালে ।
সেদিনই বিকিল সম্পর্ক লক্ষ টাকার দায়ে ।
বন্ধুর কাছে বন্ধু চাইল সব দেনার হিসেবে ।
বাস্তব জান বন্ধু , আমি নই সামর্থ্যবান তত ,
ফিরাতে তোমার টাকা যত ।
হায়রে অভাবের দাগ , বিরাগ !
বের করি ছুরি মারিল বুকে ঘা ,
এতেই হল দুটি হত্যা , মানুষ আর মানবতা ।
এমনি চলে ধরায় অর্থের লীলা খেলা ,
অর্থের দায় লোক বিক্রি করে আত্মাকে ভাসিয়ে দিয়ে ভেলা ।