অলস একটা দুপুরের  এলে বনধু
কি দিয়ে তাকে করি আপ্যায়ন।
শুন্য এ আমার ঘর
কিনতু আমার আঙ্গিনা বিভোর
ছোট ছোট পাখি
মৌমাছি আর পতোঙ্গ মেলা,
একটু একটু করে
ছুয়ে ছুয়ে যায়।
এ গাছে ও গাছে
উড়ে  উড়ে যায়,
আর করে হলি খেলা।


লাল নীল আসমানী কমলা হলুদে
বিমোহিত  বাতাসে
কোমল কচি ফুলের গনধ মেলা।
আজ বসনত বনধু , আমায় ছেড়ে যেও না একলা।
থাকো কিছুক্ষন মনে থাক অনুরণ ,
প্রজাপতির মত হাওয়ায় ভেসে ভেসে
আননদ করি আজ দু জন ।