ফাজিল একটা----
হাত ধরেছে আগে,
চোখ ছিল না ইশারাতে
ছিল শুধু ভাবে।
              বারবনিতা আমি
              রাত বাড়লে
              ঘর গোছাতে থাকি।
ঝলমলে সব রঙ্গিন বাতি
ডুবছে সবাই লাল পানিতে,
               এখানে সব সাহেব বাবু
               চকমকে আর জলসা আমেজে।
রঙ্গিন পানি রঙ্গিন পানি
  সঙ্গী মেলা
হাসির খোরাক
খাদক  খাদক খেলা।
               আলোর ভুবন
               অনেক গভীর
               অনেক গভীর ।
হেঁকো টানে রাতটা বাড়ে
কষট আমার নষট কাজে,
মনের কোনে গভীর ক্ষত
মলম দেবার নেই তো কেউ।
            সবাই শুধু সমাজ সাজে
             আর সমাজিরা আমার কাছে।
কেউ বলে না বার বনিতা
আমার হবে ,আমার হবে।
কষট আমার নষট কাজে
               রাত ফুরালো,
                দিন টা ডাকে ঘুমে
               এমন করে বছর ঘুরে
               হিসাব কষি মনে মনে।
শুন্য ঘরে হাতড়ে বেড়াই
খড়কুটো টার টানে ,
একটা বিছান একটা পাটী
দিনের বেলায় সঙ্গী সাথি,
শুন্য ঘরে বারবনিতা -
দিনের বেলায় ঘরটা ফাঁকা
শুধুই একা শুধুই একা--।