ভয় পেও না পুরুষ তুমি
    এগিয়ে গেলে নারী,
    পিছন ফিরে দেখবে তুমি
    হাত ধরেছি আমি।
                ছড়ানো সব কাগজ গুলো
                গুছিয়েছি আমি-
    খড়কুটো আর কাসেত নিয়ে
    চাষ করেছি জমি।
    দেখে ফিরে বলললে তুমি
    এইগুলো তো অ-নে-ক দামী।
               রাষ্টট আমার হাতের মুটোয়
               সাগর আমায় দিচেছ ছুঁতো
               পাহাড় টাকে মাড়িয়ে গিয়ে
               আকাশ টা কে ছিনন করে
               মহাকাশে যাচিছ আমি।
     আ -মি-ই নারী গুছিয়ে চলি
     তাই-- তো-- বলি--
     ভয় পেও না পুরুষ তুমি
     এগিয়ে গেলে নারী,
     পিছন ফিরে দেখবে তুমি
     হাত ধরেছি আমি।
                 পাহাড় সম কাজ করেছি
                 জয় করেছি বিশব,
                 কেউ   বলেছো
                 কেউ বলো  নি--
                 নারী তুমি আমার সমকক্ষ।