আবার আমি হারিয়ে গেছি শত কাজের মাঝে
পারিপার্শ্বিকতার ছায়া পড়েছে সকাল সাঁঝে
কোন ইশারায় শান্ত ভুবন রুদ্র পাগল-পারা
উল্টো স্রোতে চলছে জীবন, হচ্ছে দিশেহারা।
আবার গ্রহণ লেগেছে চাঁদে, মেঘে ঢেকেছে সুখতারা
দুরাশার ঝাঁপি একে একে পড়েছে মনে
আবার আমি হারিয়ে গেছি রহস্যের আবরণে ।
নষ্ট চিন্তা, ভ্রষ্ট মানুষ, দুষ্কর্মের বোঝা
সেই ভাবনাই ব্যাকুল আমি
পাই কেন যে সাজা ?
পুঞ্জীভূত রাগ, ক্ষোভ ও তাপের জমেছে পাহাড়
শান্তির বাণী এতটা ভ্রান্ত হয়নি কখনও আর
প্রভু, তোমার বাণী হৃদয় মাঝে যেন সদাই শুনি
তোমার ধ্যানে অভিজ্ঞানে যেন স্বর্গ আনি।