তব ভুবনে-ভবনে আজ উগ্রবাদের ধূম
স্নেহের পরশ কেন কপোলে দেয় না চুম ?
সম্প্রদায়ে সঁপি প্রাণ উদগ্র বাসনায়
সম্প্রীতি নীরবে কাঁদে-- গেছে শীত নিদ্রায় ।


ধিক যত তন্ত্র, শোষকের মন্ত্র
মূর্খের অভিলাসে কাঁপে রাজযন্ত্র
সাম্যের পথ ভুলে, বিভেদের গুণগান?
দেবতারা নিশ্চুপ ,অশুরের জয়গান।
প্রতিশ্রুতি, অনুদান, যজ্ঞের আয়োজন
নিভু নিভু মৃত প্রায় চেতনার স্পন্দন
দেশে-দেশে সংঘ মৈত্রীর বন্ধন --
সব কিছু বৃথা যায়, মানুষের অর্জন ।


কোথা পাব সেই জন প্রেমময় আত্মা
সক্রেটিস, এরিস্টটল, প্লেটো-সম সত্ত্বা
লিঙ্কন, মাদিবা, গান্ধীর মতো প্রাণ
মানবের ভজনায় সেবিছে যে ভগবান।
নির্মল প্রাণ এক জ্ঞানী গুণী  বোদ্ধা
মহাবীর সে'ত নয়, নয় বীর যোদ্ধা ।।