একদা তোমায় পেয়েও হারাই
সম্পর্কের শৃঙ্খলে আবদ্ধ বাস্তবতায়।
হয়তো জীবন অনেক আপন
যেথায় যখন যেখানে যেমন।
তবুও তোমাতে আমার ভুবন
প্রকাশিছে সদা আলোকে আপন।
শত কোলাহলে মুখরিত মেলা
তবুও কিছুই হয়নি বলা
কেটে যায় বেলা অবেলা কালবেলা।
এক কোনে  রয়েছি
যত ব্যথা সয়েছি-
অদ্ভুত ভঙ্গীতে
সহস্রাব্দের শ্রেষ্ঠ ইঙ্গিতে
প্রার্থনায় বসে আছি
আপন ধর্ম ভুলে গেছি।