ঐ দেহে নদী বয়ে যায়
ঐখানে চোখ জমে যায়;
শ্রাবণ চৈত্র কী আর জানে
কে পড়ে থাকে মনের বাগানে?


তবু বারবার মাতালের মতো কেঁপে উঠি
জারুল জোছনার ঘ্রাণে!