যদি বল আকাশের চাঁদ
তবু হবে না
মায়ের বক্ষে লাথ্থি মেরে
নিজের স্বার্থ কায়েম।


দেশ আমার মা
এ দেশের মাটি আমার বাবা
আয়রে তোরা আয় ছুটে
নিজের স্বার্থ বিলিয়ে দিয়ে
মা'কে আমার বাঁচা।
আর বাবার বক্ষে
সোনার ফসল ফলা।


আমার বাবা মায়ের সন্তানেরা
অর্ধাহারে অনাহারে দিন কাটায়
নিজের স্বার্থ বিলিয়ে দিয়ে
তাদের মুখে হাসি ফুটিয়ে দে না রে।