(চতুর্দশপদী ছন্দ কবিতা)


স্বপ্ন শুধু স্বপ্ন নয় আসলে তা সত্য
যে ছিল মনের কোনে আমি তার সনে
প্রেমআলাপ করে যাই দিবানিশি ধরে
মনের সুখের কথা মন প্রান ভরে।


মন যা চায় নিরবে সান্ত্বনা যে পাই
মন কথা বলে তারে ভালবাসা ছলে
একান্ত নিবির ভাবে ভাবের গভীরে
ভালবাসার পরশে ছল ছল হেসে।


ভেবে ভেবে পাই তারে প্রানের অতলে
মনের গহীন তলে মনের-ই মাঝে
সদা হাস্য ময় রুপী এক তরুণী সে।


আস্তে ধীরে চলে সে যে কথা কয় হেসে
লাগল কি ভাল মোরে জীবনের তরে
স্বপ্ন যত ছিল মনে বিলালাম তারে।