আপদ বিপদে তাঁরি ডাকো বার বার !
সময় কালে কভু , নাম লও না তাঁর।
লাটাই হাতে সুতো ধরে দেবেই টান,
ঘুড়ি পড়বে ভূমিতে থাকবেনা জান।  
ওড়ান ঘুড়ি নিজের মতো বিশ্বময় !
সব ঘুড়ির সুতো ছিঁড়বে দয়াময় ।
গড়ছে ঘুড়ি যিনি প্রত্যহ ভাঙ্গে তিনি !
কখন ছিঁড়বে সুতো, কেউ নাহি জানি !
বহুত ছিন্ন ঘুড়ি জমানো আছে তাঁর,  
ফের ওড়াবে ঘুড়ি ভবে নয় ওপার ।