সুন্দর ভবে এসেছো একা, যাবে একা !
চলার পথে পাবে হাজার বন্ধু সখা ।
আরাম আয়েশ বিলাসিতা থাকো মত্ত !
ধরা ছেড়ে গেছে রথী-মহারথী কত্তো ।


দু'দিনের দুনিয়া আমরা নব যাত্রী ,
একদিন নিভে যাবে জীবনের বাত্তি।
মায়া মমতায় ভরা এ মহাভুবন !
ধরণী ঠিক রবে, থাকবে না জীবন।


লোভ হিংসা বিদ্বেষ দাম্ভিকতা ছাড়ো ,
স্রষ্টার প্রদত্ত বাণীতে জীবন গড়ো ।
আজরাইল সাধের প্রাণ নেবে কেড়ে !
সেদিন যেতে হবে মায়া মমতা ছেড়ে ।


এপার-ওপারে তাঁর ছাড়া নাই গতি,
শেষ বিচারে পাবেনা কোন সঙ্গী সাথী !
রংতামাশা ভুলে ; সাধন করো ভবে,
ইহকাল-পরকালে পাবে মুক্তি তবে ।