দেশের সম্পদ লুটেপুটে টাকা রাখে বিদেশে !
জনগণকে হেয় করে রূপসীদের আনে বশে !  
জনতাকে ধোঁকা দেওয়া ওদের জুড়ি মেলা ভার !
আখের গুছাতে দেশের সম্পদ করে সাবাড় !
নেশা ঘোরে অপ-সাংস্কৃতিতে থাকে মত্ত !
জনগণের টাকা হরণ ওদের মূল শর্ত !
ওরা থাকে আরামকুর্সিতে, জনগণ রয় দুখে !
হে দয়াল প্রভু এ জগতে ওদের রেখো না সুখে ।


######################################
কবিতার আসরে স্বনামধন্য বরেণ্য কবিবর
মোঃ সানাউল্লাহ্ (আদৃত কবি )এর রচিত কবিতা
"গজব" এর ছায়া অবলম্বনে। কবিতাটি তাঁকেই
উৎসর্গ করলাম।