কাজ করো ভাই,ছোট নাই কোন কাজ ;
কাজকে ভালোবাসলে থাকবেনা লাজ।
কাজ ছেড়ে থাকো মেতে নানান কুকর্মে ,
প্রকৃত কাজেই মুক্তি বলে সব ধর্মে ।
কাজকে তুচ্ছ ভাবো, ধারণা ঠিক নয়
ভবের সুখ-শান্তি কাজের মধ্যে রয় ।
আমি পারবো না, একথা বোলনা কভু
চেষ্টা করো শতবার আছে দু'টি বাহু ।
নানা অজুহাতে কাজে দাও বদনাম ,
কর্মহীন ব্যক্তি কভু হয়না সুনাম।
বিদ্বান বিজ্ঞজন করে নানান কাজ,
তুমিও কাজের দ্বারাই করবে রাজ।
কর্ম ছাড়া ধর্ম, ভাই কভু নয় আর !
ও ভাই কাজেই খুলবে ভাগ্যের দ্বার।।