দূর আকাশের তারার মাঝে তুমি !
শত বিপদে ছাড়বো না মাতৃভূমি।
নিয়েছি শপথ নিথর মায়ের কোলে,
ভেঙ্গেছে ঘর দুয়ার অপরাধী বলে।
মা ছাড়া ছিলোনা কেউ আর !
উচ্ছেদ করলে ভূমি হবে তার।


চৌধুরীর বাড়িতে মা করতো ঝিগিরি ;
অভাবের সংসারে অবসরে বাঁধতো বিড়ি।
সড়কের পাশে তাল পাতার ছোট্টঘর,
দয়ালু জননী মানতো না আপন পর।
দারিদ্র্যের সংসারে,মহান নীতি আদর্শ ;
ছেলেকে করবে উচ্চশিক্ষিত একমাত্র উদ্দেশ্য।


চৌধুরীর বাড়ির সামনে ছিল খাসজমি।
ওরা ভোগ করতো অনামি ভূমি,
সরকারি আদেশপত্র পাই মোর মা !
মাকে লাঞ্ছিত অপবাদ,করেনা ক্ষমা।
সরকারি সাহায্যে হয় মোদের ঘর !
চক্রান্তে মাকে হত্যা করে,বলে সর।


মায়ের উদ্দেশ্য করতে পারিনি সফল ;
জীবনভর কপালে আছে শুধু বিফল।
আমি আঁকড়ে থাকি মাতৃভূমি,চৌধুরী ফেরার ;
মায়ের আত্মা পাবে শান্তি হয় যদি বিচার !