হষ্টেল ছেড়ে রবীন চলে আসে বাড়ি !
বাবা উদ্বিগ্ন ! বিফলে গেল টাকাকড়ি !
মদ্য গিলে নেশারঝোঁকে করে মস্তানি ,
বাবা অতিষ্ঠ ! তবু কমে না রাহাজানি।


কাজের ছেলের কাছে চাই রোজ টাকা ;
তোর গচ্ছিত টাকা কোথায় আছে রাখা।
দিনেদিনে বাড়ে পাশবিক নির্যাতন ,
আর সহ্য হয়না, ছেলের জ্বালাতন।


কেউ নেই তার, মনিব ছাড়া এ ভবে ,
অনাথ শত বিপদে ছেড়ে নাহি যাবে।
মনিব বলে --"যা বাবা আজি মোর ছেড়ে ! "
অজানা গন্তব্যে চলে যায় বহু দুরে।


অবশেষে জোটে কর্ম চায়ের দোকানে ।
মালিক সন্তুষ্ট, ওর কর্মে আচরণে ,
কিশোরের জন্য বাড়ে দোকানের খ্যাতি !
প্রত্যহ চা খেতে আসে রথীমহারথী !


সরকার উদ্যোগী ; হটাবে শিশু শ্রম।
ওর ঠিকানা অস্বাস্থ্যকর বদ্ধ হোম !
এ ভবে কেউ নেই, কে করবে জামিন !
স্মৃতি কাঁদায়, জলে ভরে দুই নয়ন ।।