মায়ামমতা ভরা সুন্দর ভবে,
করিলাম পার যাত্রী সব ।
নদীর ঘাটে যায় বেলা,
জীবনভর চলে পারের খেলা।


খেয়াঘাটে ঢেউ এখন হৃদে,
উতাল-পাতাল জীবন সংসারে।
যাত্রীর সুখে আমি সুখী,
তাদের শোকে জীবন দুখী।


সহজ সরল জীবন-যাপন,
জলের মতো স্বচ্ছ মন।
রবি ফেরে আপন দেশে,
স্মৃতি কাঁদায় বেলার শেষে।


মোর জীবন ভাটায় বাঁধে,
জীবনভরে করেনি পারের সঞ্চয়।
শেষ বেলায় নাওয়ে বসে,
কাঁদছি শুধু আপন দোষে।


নেই মোর পারের কড়ি,
কে করবে আমার পার !
দয়াল প্রভূ দাও বলে ?
পারের কড়ি কেমনে মেলে।