ভবের হাটে রঙ তামাশা খেলা চলে !
যার কৃপায় আসলে তাকে গেলে ভুলে !
ডাক আসলে যেতে হবে ওপারে ফিরে ,
ভবে কেউ রবে না, সবাই যাবে ওরে।


আরাম আয়েশে মজে ; মাতো কুকর্মে !
লাজহীন কাজে মেতে, থাকো না শরমে ?  
প্রভুর প্রতি নেই ভক্তি, নিজে রাজা !
ওখানে নয় জারিজুরি মিলবে সাজা ।


সময় থাকতে সাধন করো এ ভবে।
মরণের পরে হবেনা সাধন তবে !
তোমার করা কৃতকাজ হবেই সাথি ,  
সেদিন বেঈমানের থাকবেনা গতি।


শেষ বিচারের সাক্ষী তোমার কর্ম ,  
অবহেলা কভু না ; মেনে চলো ধর্ম।
হিংসা বিদ্বেষ ছেড়ে হও মানবী ,
খোদার রহমে কাণ্ডারি শেষ নবী।