অভিযোগের খাতা শূন্য করে দিয়ে,
আমি একদিন নিরুদ্দেশ হব।
পাড়ি দিব অজানা কোনো গন্ত্যবে,
যেখানে অভিযোগ করার কেউ থাকবে না।


এত শত অভিযোগের ভার নেওয়ার সাধ্যি আমার নেই,
আমিও তো একটা মানুষ।
কি হবে এতশত অভিযোগ দিয়ে?
এই আমি যদি না থাকি!


অভিযোগ গুলো পুরনো হবে,
আমার অপেক্ষায় থেকে।
কি হবে তাতে এই আমার,
আমিতো আর ফিরবো না কভু তোমার ধারে।


ভুল অভিযোগে কেটে যাবে একটা জীবন,
তাতে সময়ের কি কোনো ক্ষতি হবে?
লাভ ক্ষতির হিসেব কখনো করে দেখা হয়নি,
তাই উত্তরটা ঠিক দেওয়া হলো না।