রৌদ্রুর নিঃশ্বাসে ছড়াচ্ছে উত্তাপ
ক্ষরস্রোতা নদীর বুকে জমেছে চর,
পলকহীন বালিতে কিশোরের স্বপ্নভঙ্গ...১


বহুকাল দেখা হয় না তাদের
কথা ছিল বর্ষার বিকলে ভিজবে দুজনে,
স্বপ্নের ডানায় ভর করে আকাশে উড়বে...২


গল্প গুলো মিথ্যে ছিল না
মিথ্যে হতে বাধ্য করা হয়েছিল তাদের,
স্বপ্নের মৃত্যুতে কেউ কাঁদে-নি সেদিন …৩