নগ্নতা থেকে সৃষ্টির উৎস,
নগ্নতা থেকে সভ্যতার বিকাশ,
নগ্নতার হাত ধরে এগিয়ে চলা।
নগ্ন চোখে আমরা নগ্নতা দেখি,
সৃষ্টি আর সভ্যতা নাহি বুঝি।
আমরা কালের ভ্রমে সৃষ্ট প্রাণী,
কাল ফুরাতে নাহি জানি।
অনাদির আদি-অন্ত খুঁজি,
সৃষ্টির রহস্য কবু নাহি বুঝি।
আমরা চিরকাল মানুষ খুঁজি,
মানুষ হওয়ার চেষ্টা নাহি করি।
আমরা অধম অতি উত্তম,
দ্বিপ্রহরে রজনীর ভ্রম।