(১) অভিমান


ভালো থেকো অন্ধকারে,
না হয় জ্যোৎস্নার প্লাবনে।
খুঁজবো না কখনো আর,
কারণে বা অকারণে।


   (২) আক্ষেপ


মাধবীর নিকুঞ্জ বনে,
এসো তুমি নির্জনে।
বিরহিদের সঙ্গোপনে,
গাঁথবো মালা তোমার সনে।