একই শহরে থাকব কিন্তু আর দেখা হবেনা।
দোলনচাঁপা কিংবা বিষন্ন রাত্রির শোক নিয়ে আলাপের অধ্যায় শেষ।
যেভাবে অবহেলা আর উপেক্ষা দেখিয়েছে বসন্তের রোদ
আমিও তার প্রাঙ্গণে অন্ধকার রেখে গেলাম।
রেখে গেলাম অভিশপ্ত নিঃসঙ্গতা,
আমাকে আর পাবেনা কোথাও
চোখ তুললে এবার আমিও বিভীষিকা, আমিও বরফ অথবা পাথর,
অপরিচিতির আড়ালে যেভাবে প্রচ্ছন্ন থাকে দুর্বিষহ শোক
সেইরকম দুর্বিনীত কৃষ্ণপক্ষের রাস্তায় দাঁড়িয়ে বলছি,
আর অপেক্ষায় থাকবেনা আমার বুভুক্ষু মগজ।
ফিরেও তাকাব না তোমার  জাজ্বল্যমান উপস্থিতির দিকে।
এরপর আমিও আর চিনিনা তোমাকে।
তোমায় নিয়ে লেখা কবিতার পংক্তি ভুলে গিয়েছি,
এইবার মনে রাখা হবে কার উপেক্ষা কতদূর গেছে,
মনে রাখা হবে তোমার অবজ্ঞার ইতিহাস।
তোমাকে উপড়ে নিলাম বুক থেকে, তোমার দেয়া কৃষ্ণপক্ষ দিব্যি গিলে খেয়েছি।